বরিশালে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আজ সন্ধ্যায় সদর উপজেলার চানপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের সাবেক ইউপি সদস্য খোকন ব্যাপারীর বাড়িতে স্বপন ব্যাপারীর মেয়ে মায়া ব্যাপারী (২১) বুধবার সন্ধ্যায় ঘরের পিছনে আড়ার সাথে ওরনা পেচিয়ে আত্মহত্যা করেন।
তার মা ঘরের পিছনে গিয়ে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসেন।
পরে খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামানসহ থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।
মায়া সাহেবেরহাট শহীদ জিয়াউর কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আসাদুজ্জামান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply