নিজস্ব প্রতিবেদকঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদ্রাসা ইমদাদিয়া খানকাহ আশারাফিয়া তালগাছিয়া মাদরাসার দুইদিন ব্যাপি মাহফিলের শেষ দিন আগামীকাল।
জানাযায়, ৯৬তম বার্ষিক ইসলামি মাহফিলটি মাদরাসা ময়দানে ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়। সেনুযায়ী শেষ দিন অর্থাৎ আগামীকাল বুধবার প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য আলেমে দ্বীন, উপমহাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, আল্লামা মুফতি আমিন পালনপুরী।
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দ্বীনি শিক্ষাকেন্দ্র মাদরাসা ইমদাদিয়া খানকাহ আশরাফীয়া তালগাছিয়া মাদরাসা’র ভারপ্রাপ্ত মুহতামিম মুফতি নূরুল্লাহ আশরাফী এ তথ্য নিশ্চিত করেন।
মুফতী নূরুল্লাহ আশরাফী বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আল্লামা মুফতি আমিন পালনপুরী বাংলাদেশ সফরে এসেছেন। তালগাছিয়া মাদরাসা’র বার্ষিক ইসলাহী মাহফিলসহ কয়েকটি মাদরাসায় সভা সেমিনারে অংশগ্রহণ করে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক নসীহত প্রদান করবেন। আল্লামা মুফতি আমিন পালনপুরীর সফর সুস্থ, সুন্দর ও মোবারকময় কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মুফতী নূরুল্লাহ আশরাফী।
উল্লেখ্য, বরেণ্য আলেমে দ্বীন, উপমহাদেশের অন্যতম দ্বীনি বিদ্যাপিঠ দারুল উলুম দেওবন্দের উস্তাদুল বুখারী, আল্লামা মুফতি আমিন পালনপুরী ৮ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তার সফর ঘিরে বাংলাদেশের বিভিন্ন বিভাগের কয়েকটি ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথী হিসেবে যোগদান করবেন বলে জানা গেছে।
Leave a Reply