পটুয়াখালীর কুয়াকাটায় পুকুরে ডুবে ওবায়দুল্লাহ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কুয়াকাটা এলাকার দোভাষীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের চাচা রাসেল বলেন, সকালে নাস্তা শেষ করে সবাই কাজ করছিল। ওবায়দুল্লাহ ঘরের খাটের উপরে খেলছিল। কিন্তু হঠাৎ ওরে না পেয়ে খোঁজাখুঁজি করি। আশেপাশে কোথাও খোঁজে না পেয়ে সামনে থাকা পুকুরে জাল ফেলে ওবায়দুল্লাহকে খোঁজে পাই। পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল ইসলাম নাহিদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তারপরেও আমরা প্রাথমিক পরীক্ষা শেষে মৃত্যু নিশ্চিত করেছি। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply