একজন মাত্র পরীক্ষার্থীর জন্য প্রশাসন, পরিদর্শক, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ পূর্ণাঙ্গ কমিটি নিয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অনুমোদিত একটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান এইচএসসি প্রথম বর্ষ ২১ ব্যাচের পরীক্ষার রুটিন অনুযায়ী আজ শনিবার ছিল কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা। সেই পরীক্ষা কেন্দ্রে রুটিন অনুযায়ী কৃষি শিক্ষা বিষয়ে একজন মাত্র পরীক্ষার্থী থাকায় ওই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজকেন্দ্রের পরীক্ষা কমিটির সদস্য সহকারী অধ্যাপক আব্দুর রহমান রতন জানান, এ পরীক্ষাকেন্দ্রে কৃষি শিক্ষা বিষয়ে একজন পরীক্ষার্থী থাকায় নিয়ম অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হয়েছে।
Leave a Reply