প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২২, ৩:২৪ এ.এম
৬ বছর আগেই বিয়ে করেন নয়নতারা-ভিগনেশ

বিনোদন ডেস্ক // গেল জুন মাসে বেশ জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন দক্ষিণী তারকা নয়নতারা ও ভিগনেশ। এ আনুষ্ঠানিকতার চার মাসের মাথায় মা হন নয়নতারা। তার কোলজুড়ে আসে যমজ সন্তান। সামাজিক মাধ্যমে যমজ পুত্রের ছবি পোস্ট করতেই শুরু হয় এই জুটিকে ঘিরে চর্চা। আদৌ আইন মেনে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে। তাদের তলব করতে পারে স্বাস্থ্য দপ্তর, এমনটাই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম। এই বিতর্কের মাঝেই সামনে এসেছে নতুন তথ্য।
জানা গেছে, ৬ বছর আগেই রেজিস্ট্রি বিয়ে সেরে রেখেছিলেন নয়নতারা এবং ভিগনেশ। সম্প্রতি সেই হলফনামা সহ তাদের আইনি বিয়ের যাবতীয় তথ্য স্বাস্থ্য দপ্তরে জমা দিয়েছে নয়নতারা-ভিগনেশ।
ভারতের সারোগেসি (রেগুলেশন) অ্যাক্ট, ২০২১ অনুযায়ী, বিয়ের পরে অন্তত পক্ষে ৫ বছর কাটলে তবেই কোনও দম্পতি সারোগেসির আবেদন করতে পারে। যিনি সন্তানের জন্ম দেবেন, তাকেও হতে হবে সেই দম্পতির নিকট আত্মীয়।
শোনা যাচ্ছে, যিনি তারকা-জুটির সন্তানের জন্ম দিয়েছেন, তিনি নয়নতারার আত্মীয়। সেই নারী থাকেন মধ্যপ্রাচ্যে। চেন্নাইয়ের যে হাসপাতালে তাদের সন্তানদের জন্ম হয়, সেখানেও গিয়েছিলেন স্বাস্থ্য দফতরের কর্মকর্তারা। নয়নতারা এবং ভিগনেশ আস্বস্ত করেছেন, সব নিয়ম মেনেই অভিভাবক হয়েছেন তারা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
Copyright © 2025 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.