সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে এই ঘটনায় দুই জন মারা গেলেন। এর আগে ১৪ অক্টোবর শতভাগ দগ্ধ মিঠু নামের এক ব্যক্তি মারা গেছেন।
ওই অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আলামিন (২৫), আনোয়ার (৩০) ও সিরাজুল ইসলাম নামে তিন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৩ অক্টোবর গাজীপুর বড়বাড়ি এলাকায় একটি সিএনজি ফিলিং স্টেশনে সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ হয়। এতে পাঁচ জন দগ্ধ হন।
Leave a Reply