রিপোর্ট, ইতোমধ্যে ওই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও-এর কারণে অভিযুক্ত পুলিশ কনস্টেবল রাজেশ ভার্মা ধরা পরেন। তিনি ফুলপুর এলাকায় দায়িত্বে নিযুক্ত ছিলেন।
ভিডিওতে দেখা যায়, রাজেশ স্বাভাবিকভাবে বন্ধ দোকানের দিকে এগিয়ে যান। এরপর আশেপাশে তাকান এবং বৈদ্যুতিক বাতিটি খুলে নিজের পকেটে ঢুকিয়ে হেঁটে হেঁটে সেখান থেকে চলে যান।
দুশেরা মেলায় তিনি রাতের দায়িত্ব পালন করছিলেন। স্থানীয়রা জানান, গত ৬ অক্টোবর ঘটেছে এই ঘটনা। ঘটনার পরের দিন দোকানের মালিক দেখেন, দোকানের বাইরে থাকা বৈদ্যুতিক বাতিটি নেই। এরপর তিনি সিসিটিভি ফুটেজ চেক করেন। দেখেই বিস্মিত হয়ে যান। দেখেন, উত্তরপ্রদেশের এক পুলিশ সদস্য বৈদ্যুতিক বাতিটি চুরি করেছে।
এই ঘটনার পর দেশটিতে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপরেই রাজেশকে বরখাস্ত করা হয় এবং পুলিশ লাইনে পাঠানো হয়। তবে রাজেশ জানান, তিনি বৈদ্যুতিক বাতিটি সেখান থেকে খুলে নিয়ে আরেক অন্ধকার জায়গায় লাগান। দেশটির পুলিশ বিভাগ এই নিয়ে তদন্ত করছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
Leave a Reply