1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

লক্ষ্মীপুরে দূর্বৃত্তের আগুনে ঘুমন্ত অন্তঃস্বত্ত্বার মৃত্যু

  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৬ 0 বার সংবাদি দেখেছে
লক্ষ্মীপুর প্রতিনিধি // লক্ষ্মীপুরে দূর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে মারা গেছেন আনিকা আক্তার (১৭) নামে তিন মাসের এক অন্তঃস্বত্ত্বা ঘুমন্ত নারী। এসময় অগ্নিদগ্ধ হয়ে ওই পরিবারের আরো দুইজন আহত হয়েছেন। তাদের গুরুত্বর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাদের বসতঘরও।

বুধবার (১২ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের গোপালপুর পূর্ব মাগুরী গ্রামে এ ঘটনা ঘটে। তবে কি কারণে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষনিক জানা যায় নি।

নিহত আনিকা স্থানীয় জোড় বাড়ির প্রবাসী আনোয়ারের মেয়ে, প্রতিবেশী রতনের স্ত্রী ও গোপালপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। আহতরা হলেন আনিকার মা জোসনা বেগম ও ছোট ভাই রুপম।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, গভীর রাতে হঠাৎ আনোয়ারের বসত ঘরে (টিনসেড) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ঘরের ভিতরে আনিকা, তার মা ও ছোট ভাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে। এসময় শরীরে আংশিক দগ্ধ অবস্থায় মা ও তার শিশু ছেলে বের হলেও আনিকা ঘুমন্ত অবস্থায় পূর্ণ শরীরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এসময় প্রতিবেশী ও স্বজনদের চিৎকারে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খবর পেয়ে পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ ও চন্দ্রগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ঘরের পাশে বাগান থেকে পেট্রোলের খালি বোতল, জুতা ও একটি শপিং ব্যাগ উদ্ধার করে পুলিশ। এদিকে এটি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে বিচার দাবী করেছেন এলাকাবাসী।

পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ মুঠোফোনে জানান, বসতঘরের অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, একজন মারা গেছে, ঘটনার তদন্ত চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ