নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর ৩০টি ওয়ার্ডে মাসব্যাপি কর্মসূচী ঘোষণা করে মহানগর আওয়ামী লীগ।
এরই ধারাবাহিকতায় ২৫ আগস্ট নগরীর ২৫ নং ওয়ার্ডে আলোচনা ও শোক সভার আয়োজন করে ওয়ার্ড আ’লীগ।
এই শোক সভা সফলে মহানগর ছাত্রলীগ নেতা সেজান মাহমুদ ইমরানের নেতৃত্বে এক বিশাল র্যালী অনুষ্ঠিত হয়। বিকেল ৪ টার দিকে র্যালীটি রুপাতলীস্থ আহমদ মোল্লা সড়ক থেকে রুপাতলীর গোল চত্বরে প্রদক্ষিণ করে শোক সভাস্থলে সফলভাবে পৌছায়।
মহানগর ছাত্রলীগ নেতা সেজান মাহমুদ ইমরানের নেতৃত্বে অনুষ্ঠিত র্যালীতে অংশগ্রহণ করে চারশতাধিক ছাত্রলীগ কর্মীরা।
উল্লেখ্য, বরিশাল নগরীর ২৫ নং ওয়ার্ডস্থ রুপাতলী খাবার বাড়ি রেস্ট্রুরেন্টের সম্মুখে ওয়ার্ডের সভাপতি সিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
সঞ্চালক হিসেবে ছিলেন ওয়ার্ডের সাধারন সম্পাদক মীর শহিদুল ইসলাম রনি।
Leave a Reply