রাজিব তাজ // নির্বাচনকে ঘিরে বরাবরই আনন্দের আমেজ বয়ে বেড়ায় নির্বাচনী এলাকায়, তেমনি মেহেন্দিগঞ্জে শুরু হয়ে গেলো নির্বাচনী আমেজ। মেহেন্দিগঞ্জের ছয় (০৬) ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে গতোকাল। নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশনার।
জানা যায়, আগামী ১৫ জুন মেহেন্দিগঞ্জের গোবিন্দপুর, চরএককরিয়া, জয়নগর, বিদ্যানন্দপুর, লতা ও আন্দারমানিক ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মেহেন্দিগঞ্জের ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ মে, এবং বাছাই করার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে নির্ধারণ করা হয়েছে।
এবং ভোট গ্রহণ ১৫ জুন অনুষ্ঠিত হবে। এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট ইভিএম’র মাধ্যমে গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণা কালে নির্বাচন কমিশন বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাদ ও সুষ্ঠু করার লক্ষ্যে এবারের নির্বাচনের ভোট ইভিএম’র মাধ্যমে গ্রহণ করা হবে, যাতে কোন কারচুপি হওয়ার সম্ভাবনা না থাকে এবং একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া যায়।
Leave a Reply