ডেক্স রিপোর্ট // প্রত্যেকে আমরা কমবেশি পত্রিকা পড়তে বেশ ভালোবাসি। কোন খবর বা তথ্যের পুরো ঘটনা জানতে আমাদের নির্ভর করতে হয় পত্রিকা বা টিভি চ্যানেলের উপর।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও আমরা নানা ধরণের সংবাদ পেয়ে থাকি। তবে এক্ষেত্রে বেশিরভাগ সময়ই দেখি সেই তথ্যসংবলিত সংবাদ ভূয়া বা মিথ্যা কথা দিয়ে হয়ে থাকে। এর সত্যতা জানতে আমরা বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল বা অনলাইন পোর্টালের দিকে ঢু মারি।
বাংলাদেশের প্রেক্ষাপটে দিন দিন অনলাইন নিউজ পোর্টালের চাহিদা বাড়ছে। ইন্টারনেটের মাধ্যমে যদি মুহূর্তেই দেশ বিদেশের সকল খবরাখবর পাওয়া যায় তাহলে আর কে বা পত্রিকার আশায় ক্ষণগণনা করতে চাই বলুন। এর অন্যতম কারণ হলো ঘটনা ঘটার সাথে সাথেই অনলাইন গণমাধ্যমগুলো পুরো ঘটনার বর্ণনা দিয়ে দিতে সক্ষম হয়।
তবে এই অনলাইন নিউজ পোর্টারলে খবর পড়ার জন্য বেশ জটিলতাও তৈরি হয়। নানা ভূয়া অনলাইন পোর্টালের ভিড়ে আসল পোর্টাল খুঁজে পেতে বেশ বেগ পেতে হয় পাঠকদের। পাঠকদের কথা মাথায় রেখে এবং আসল নিউজ পোর্টালগুলো সহজে খুজে পেতে অল বাংলা নিউজ পেপার ডটকম (allbanglanewspaperlive.com) নামের একটি ওয়েবসাইট নিপুন হাতে তৈরি করেছে একটি চমৎকার বাংলা ওয়েবসাইট। যেখানে মাত্র এক ক্লিকে খুব সহজে কোন প্রকার ঝামেলা ছাড়াই দেশ ও দেশের বাহিরের সকল পত্রিকা, অনলাইন নিউজ পেপারসহ সকল টিভি চ্যানেলের নিউজ দেখতে পারবেন।
এখানে রয়েছে দেশি বিদেশিসহ ২০৮ টিরও বেশি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট।
এখানে রয়েছে প্রথম সারির সকল গণমাধ্যম। এছাড়াও সাইটটাতে পাওয়া যাবে সকল জেলাশহরের লোকাল পত্রিকাগুলো। রয়েছে জনপ্রিয় ব্লগ সাইট, রেডিও সাইট, বাংলাদেশী ইংরেজি নিউজ পেপার, চাকরির পত্রিকা, শেয়ারবাজার পত্রিকা, আন্তর্জাতিক পত্রিকা সহ নানা পত্রিকা।
সাইটটাতে ঢুকেই আপনি দেখতে পাবেন বাংলাদেশের পপুলার সব পত্রিকাগুলো সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছামত নিউজ পেপারে ঢুকে খবর পড়তে পারবেন একদম ফ্রী।
ঝামেলা বিহীন এই ফ্রী সেবাটি পেতে এখনি এই লিংকে ক্লিক করুন allbanglanewspaperlive.com
Leave a Reply