‘আউলা ঝাউলা’ শিরোনামের গানটি সুর-সংগীত আয়োজন করেছেন শওকত আলী ইমন। গীতিকার মিজানুর রহমানের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন আরটিভির বাংলার গায়েনের শিল্পী লাবনী। ভিডিও নির্মাণ করেছেন উজ্জল রহমান। আর কোরিওগ্রাফিতে ছিলেন আসাদ খান। সম্প্রতি আরটিভির স্টুডিওতে জমকালো আয়োজনে এর ভিডিও নির্মিত হয়।
দিঘী বলেন, ‘কাজটি খুব ব্যতিক্রম ধরনের হয়েছে। মনে হচ্ছিল যেন মিউজিক ভিডিও নয়, সিনেমার গানের শুটিং করছি। ভিডিওটি নিয়ে আমি খুব আশাবাদী।’
নাচ নির্ভর এই মিউজিক ভিডিওটি ঈদুল ফিতরে আরটিভির বিশেষ অনুষ্ঠানে এবং আরটিভি মিউজিক ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।
Leave a Reply