1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
গরুর হাটে গরু বিক্রেতাকে পিটিয়ে জখমের অভিযোগ বরিশালে কালচারাল অফিসার ‘অসিত বরণ দাশ’কে’ বিতর্কিত করার চক্রান্ত জিয়াউদ্দিন সিকদারকে বরিশাল মহানগর বাস্তহারা দলের শুভেচ্ছা যাত্রীসেবা নিশ্চিতে কঠোর জিয়াউদ্দিন সিকদার, ভাঁসছেন প্রশংসায়! জিয়াউদ্দিন সিকদারকে নগর বাস্তহারা দলের শুভেচ্ছা বাউফলে পূর্ব শত্রুতার জের ধরে ইট বাটার শ্রমিককে মারধরের অভিযোগ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তলাবিহীন দেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেন- রহমাতুল্লাহ নগরীর রূপাতলী আজিজিয়া হাউজিংয়ে প্রকৃত মালিককে হয়রানি করে জমি দখলের পায়তারা ‘শহীদ জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্র সংস্কার শুরু করেছিলেন’ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত বরিশালের হুমায়ুন কবির

বাড়ছে পানি, দুশ্চিন্তায় কৃষক

  • প্রকাশিত : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ১৮২ 0 সংবাদ টি পড়েছেন
নেত্রকোনা প্রতিনিধি // নেত্রকোনায় হুমকির মুখে হাওরের ৪১ হাজার হেক্টর জমির বোরো ধান। খালিয়াজুরির ধনু নদের পানি হঠাৎ বাড়ায় ধান তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকেরা। ভারতের চেরাপুঞ্জিসহ বিভিন্ন অঞ্চলে গত কয়েক দিন অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় পাহাড়ি ঢলের কারণে ধনু নদে পানি বাড়ছে।

হাওর অঞ্চলের কৃষকেরা আশঙ্কা করছেন, গত কয়েক দিন যেভাবে পানি বাড়ছে, এভাবে পানি বাড়তে থাকলে ২০১৭ সালের মতো অকাল বন্যার সৃষ্টি হবে। ঘরে তোলা যাবে না একমুঠো ফসলও।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্র বলছে, ধনু নদের পানি এখনো বিপৎসীমার বাইরে। বাঁধের বাইরের অংশ প্লাবিত হয়েছে। ফসলরক্ষা বাঁধ রক্ষায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। আর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলা হচ্ছে, ১৫ দিনের মধ্যে হাওরের ধান পুরোদমে কাটা শুরু হবে। এ অবস্থায় পানি বাড়লে কৃষকদের দুশ্চিন্তা থাকা স্বাভাবিক।

পানি উন্নয়ন বোর্ড ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নেত্রকোনার ১০টি উপজেলার মধ্যে মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি হাওর উপজেলা। এই তিনটি উপজেলার মানুষ একমাত্র বোরো ফসলের ওপর নির্ভর করে সারা বছরে চলে। সন্তানদের লেখাপড়া, চিকিৎসা সবকিছু তাদের এই বোরো ফসলের ওপর নির্ভরশীল। জেলার মোট ১৩৪টি হাওরের মধ্যে খালিয়াজুরি উপজেলায় আছে ৮৯টি হাওর। বাকি হাওরগুলো অন্য দুই উপজেলায়। এসব হাওরে ৩০০ কিলোমিটার অস্থায়ী বাঁধ রয়েছে। এর মধ্যে ১৮১ কিলোমিটার খালিয়াজুরিতে, মোহনগঞ্জে ৬১ কিলোমিটার ও মদনে ৪৬ দশমিক ৭৫ কিলোমিটার। এসব বাঁধের ওপর স্থানীয় কৃষকদের ৪১ হাজার হেক্টর জমির বোরো ফসল নির্ভর করে।

পাউবো এ বছর ৩৩ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব বাঁধ নির্মাণ করে। কিন্তু গত বৃহস্পতি ও শুক্রবার ভারতের চেরাপঞ্জি এলাকায় ভারি বৃষ্টিপাত হয়। ফলে গত শুক্রবার থেকে রোববার সকাল নাগাদ ধনু নদে চার ফুট পানি বেড়েছে।

মোহনগঞ্জ উপজেলার নারাইচ গ্রামের কৃষক স্বপন সরকার বলেন, ‘আমি প্রায় ১৫ আড়া জমিতে বোরো ধান লাগিয়েছি। এরই মধ্যে ২৮ ধানে কালছে চিটা পড়ে মুকুল নষ্ট হয়ে পড়েছে। এবার শুনছি ধনু নদীর পানিও বাড়ছে। এরই মধ্যে নাকি খালিয়াজুরি এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে ডিঙ্গাপোতা হাওরের এক মুঠো ধানও ঘরে তোলা সম্ভব না।’

মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃষক দেবেশ সরকার বলেন, ‘২০১৭ সালের অকাল বন্যার পর ধান ভালো হওয়ায় এবার আমি ১৮ কাটা খেতে ১ হাজার ৩০০ টাকা ধরে পত্তন নিয়েছি। এরই মধ্যে ২৮ ধান চিটায় নষ্ট হয়ে গেছে। পানি বাড়তে থাকলে অন্য জাতের ধানও ঘরে তোলা সম্ভব নয়।’

খালিয়াজুরি উপজেলার নগড় ইউনিয়নের শিক্ষক প্রাণেশ সামন্ত বলেন, ‘আমাদের সবকিছু ধানের ওপর নির্ভরশীল। এরই মধ্যে বেশ কয়েকটি গ্রামের বেড়িবাঁধের বাইরের অংশ তলিয়ে গেছে। তবে এখনো ফসল রক্ষা বাঁধ ভাঙেনি। তবে পানি এভাবে বাড়তে থাকলে বাঁধ ভেঙে যেতে পারে এবং সমস্ত হাওরের ধান পানির নিচে তলিয়ে যাবে।’

এ বিষয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত বলেন, ‘ধনু নদের পানি এখনো বিপৎসীমার বাইরে আছে। বাঁধের বাইরের অংশ প্লাবিত হয়েছে। উপজেলা প্রশাসনকে নিয়ে আমরা ওই এলাকায় অবস্থান করছি। ফসল রক্ষা বাঁধ রক্ষায় আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।’

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক এফ এম মোবারক আলী বলেন, ‘আগামী ১৫ দিনের মধ্যে হাওরের ধান পুরোদমে কাটা শুরু হবে। গতকাল কৃষকদের কাছে শুনেছি, বোরো ২৮ ধানে চিটা পড়েছে। এটা সরেজমিনে দেখে বুঝা যাবে। এখন আগাম বন্যা নিয়ে দুশ্চিন্তায় আছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ