নিজস্ব প্রতিবেদক // কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ ও রংপুরসহ ৬ কারাগারে কর্তব্যরত সিনিয়র জেল সুপার (চ:দ:) পদে রদবদল আনা হয়েছে। গত ৩০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ (কারা-১ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, কারা অধিদফতরের প্রস্তাবনার আলোকে প্রশাসনিক কাজের সুবিধার্থে কারা অধিদফতরের কর্মকর্তাদের বদলি/পদায়ন করা হলো।
বদলি হওয়া কারা কর্মকর্তাদের মধ্যে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো: আমিরুল ইসলামকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র কারা তত্ত্বাবধায়ক, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র তত্ত্বাবধায়ক (চ:দ:) মো: আব্দুল জলীলকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক (চ:দ:) প্রশান্ত কুমার বণিককে রংপুর কেন্দ্রীয় কারাগারে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর অনুকূলে কারা অধিদপ্তরে সংযুক্ত রত্না রায়কে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক (চ:দ:) বরিশাল কেন্দ্রীয় কারাগারে, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র কারা তত্ত্বাবধায়ক (চ:দ:) মো: গিয়াস উািদ্দনকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে (চ:দ:) এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক মো: নুরুন্নবী ভূঁইয়াকে সিনিয়র কারা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) পদে বদলি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তাহ্নিয়া রহমান চৌধুরী স্বাক্ষরিত আদেশের অনুলিপি মন্ত্রী এবং সচিবের (সুরক্ষা সেবা) একান্ত সচিবসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।
Leave a Reply