1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
প্রাইম এশিয়া ইউনিভার্সিটি’র ছাত্রদল নেতা পারভেজের রুহের মাঘফেরাত কামনায় দোয়া ডেনমার্কের মারিয়া সাংবাদিক মান্নু দম্পতিকে বিএমএসএফের সংবর্ধণা জিয়াউদ্দিন সিকদারকে ২৫ নং ওয়ার্ড কৃষকদলের নবগঠিত আহবায়ক কমিটির শুভেচ্ছা এসএসসি পরীক্ষা, কঠোর নজরদারিতে মাঠে বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান!   শেফালী আফরোজা’র বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার  বরিশালে এসআই সেলিমকে ফাঁসাতে অপ-প্রচারের অভিযোগ এসএসসি পরীক্ষা/ সুষ্ঠু পরিবেশ বজায়ে দূর-দূরান্তের কেন্দ্রে ছুটছেন বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যান ! মেহেন্দিগঞ্জে মাদক মামলার স্বাক্ষীদের বিরুদ্ধে আসামীর স্ত্রীর চাঁদাবাজি মামলা! সত্যতা নিয়ে জনমনে প্রশ্ন! বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানের দুরদর্শীতা/ কঠোর নজরদারীতে প্রত্যেকটি কেন্দ্রে নকলমুক্ত ! বাংলাদেশ পৌর ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র বরিশাল বিভাগীয় ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হারে শেষ বাংলাদেশের প্রথম বিশ্বকাপ

  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১৬৩ 0 সংবাদ টি পড়েছেন
ডেক্স রিপোর্ট // প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে গিয়ে এক পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়টিই সুখস্মৃতি হয়ে থাকলো বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য। টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। আর বাংলাদেশকে হারিয়েই টুর্নামেন্টের সেমিফাইনালে পা রাখলো ইংল্যান্ড।

আজ ওয়েলিংটনে টস জিতে ব্যাটিংয়ে নামা ইংলিশদের খুব বড় স্কোর গড়তে দেয়নি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে শুরুর দশ ওভারে অল্প রানেই তারা হারিয়ে ফেলে দুই উইকেট।

ইংলিশদের ইনিংসের পঞ্চম ওভারেই দলীয় ১৫ রানের মাথাতেই জাহানারা আলমে তুলে নেন ইংলিশ ওপেনার ড্যানি ওয়াইটকে। অষ্টম ওভারে সালমা খাতুনের বলে হিদার নাইট আউট হলে আরেকবার ধাক্কা খায় ইংলিশরা। দলের রান তখন মাত্র ২৬।

চারে নামা ব্যাটার ন্যাট স্কিভারকে সাথে নিয়ে আরেক ওপেনার ট্যামি বিউমন্ট পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। শুরুর ধাক্কা সামাল দিলেও খুব বেশি দূর এগোতে পারেনি এইজুটি। দলীয় ৮৬ রানে রিতু মনির শিকার হয়ে ফেরেন ৬৯ বলে ৩৩ রান করা বিউমন্ট।

সঙ্গীর বিদায়ের পর আর টিকতে পারেননি স্কিভারও। দলের স্কোরবোর্ডে আর ১০ রান উঠতেই ব্যক্তিগত ৪০ রান নিয়ে ফাহিমা খাতুনের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৯৬ রানেই ৪ উইকেট হারিয়ে চাপেই পড়ে যায় ইংলিশরা।

সেখান থেকে পঞ্চম উইকেট জুটিতে অ্যামি জোন্স আর সোফিয়া ডাঙ্কলি মিলে ইংল্যান্ডকে পথ দেখান। দুজন মিলে গড়েন ৭২ রানের জুটি। দলীয় ১৬৮ রানে অ্যামিকে সালমা খাতুনের ক্যাচ বানিয়ে ফেরান লতা মণ্ডল। ফেরার আগে এই উইকেটরক্ষক করেন ৬৯ বলে ৩১ রান।

অ্যামির বিদায়ের পর ক্যাথেরিন ব্রান্টকে নিয়ে আরেকটি জুটি গড়েন ডাঙ্কলি। দুজন মিলে ৪৩ রান যোগ করার পর দলীয় ২১১ রানে সালমার বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন ডাঙ্কলি। ৭২ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যান এই ব্যাটার।

এরপর ক্যাথেরিন ব্রান্ট ও সোফি এক্লেস্টোন মিলে ২৩ রানের জুটি গড়লে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৪ রান তোলে ইংল্যান্ড।

২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা আর শারমিন আক্তার শুরুটা করেন অনেক ধীরগতিতে। ওপেনিং জুটিতে ১৭ ওভার খেলে তারা তোলেন ৪২ রান। ১৭.৫ ওভারে গিয়ে ৬৪ বলে ২৩ রান করা শারমিন আক্তার বিদায় নিলে সেখান থেকেই শুরু টুর্নামেন্টে বাংলাদেশের চিরচেনা ব্যাটিং ব্যর্থতার।

শারমিনের পর দস্কীয় ৪৭ রানের মাথায় আরেক ওপেনার শামিমা সুলতানাও বিদায় নেন ২৩ রান করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানো বাংলাদেশ আর ঘুরে দারানোর মতো কিছুই করতে পারেনি। মাঝখানে শুধু অধিনায়ক নিগার সুলতানা করেন ২২ আর লতা মণ্ডল করেন ৩০। আর সাথে রিতু মনির ১১ রান বাদ দিলে বাংলাদেশের অন্য সবাই আউট হয়েছেন দুই অংক ছোঁয়ার আগেই। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে বাংলাদেশ ৪৮ তম ওভারের শেষ বলে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১৩৪।

ইংল্যান্ডের হয়ে সোফি এক্লেস্টোন আর চার্লি ডিন দুজনই তুলে নেন ৩ টি করে উইকেট। ব্যাটিং বিপর্যয় সামলে ৭২ বলে ৬৭ রানের দারুণ এক ইনিংস খেলা সোফি ডাঙ্কলি পেয়ে যান ম্যাচসেরার পুরস্কার।

১০০ রানের জয় তুলে নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে চলে যায় ইংল্যান্ড। আর নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে গিয়ে শেষটা বিবর্ণই হয়ে থাকলো বাংলাদেশের।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৫০ ওভারে ২৩৪/৬ (বিউমন্ট ৩৩, ওয়াট ৬, নাইট ৬, সিভার ৪০, জোন্স ৩১, ডাঙ্কলি ৬৭, ব্রান্ট ২৪*, এক্লেস্টোন ১৭*; জাহানারা ৮-০-৩৯-১, সালমা ১০-০-৪৬-২, নাহিদা ৯-০-৪২-২, রিতু মনি ১০-১-৩৬-১, ফাহিমা ৪-০-২৪-১, রুমানা ৩-০-১৩-০, লতা ৬-০-৩২-১)।

বাংলাদেশ: ৪৮ ওভারে ১৩৪ (শামিমা ২৩, শারমিন ২৩, ফারজানা ১১, নিগার ২২, রুমানা ৬, লতা ৩০, সালমা ২, রিতু ১১, নাহিদা ০, ফাহিমা ০, জাহানারা ৩*; ব্রান্ট ৫-৩-৭-০, সিভার ৪-১-১৩-০, এক্লেস্টোন ১০-৪-১৫-৩, ক্রস ৫-০-১৮-০, ডিন ৯-০-৩১-৩, ডেভিস ১০-০-৩৬-২, নাইট ৫-০-১৪-১)।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ