র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার সন্ধ্যায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভবানীপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল (২৬) চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের লম্বাখালী এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
ভূক্তভোগী দুই বোন একই এলাকার বাসিন্দা।
মামলার এজাহারের বরাতে খাইরুল ইসলাম সরকার বলেন, গত ২০২১ সালের ২২ জুন চকরিয়ার বদরখালী ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দার ভূক্তভোগী এক তরুণীকে বাড়িতে একা রেখে পরিবারের অন্য সদস্যরা অন্যত্রে বেড়াতে যান। ওইদিন রাতে একা থাকতে ভয় পাওয়ায় পাশের তরুণীটি বাড়ির এক চাচাতো বোনকে ডেকে এনে ঘুমাতে যান। পরিবারের অন্য কোন সদস্য না থাকার সুযোগে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিম জুয়েল বাড়িটিতে কৌশলে প্রবেশ করে। পরে কৌশলে দুই বোনকে ঘুমের ওষুধ সেবন করায়। এতে অজ্ঞান হয়ে পড়লে দুই বোনকে পালাক্রমে সে ধর্ষণ করে।
র্যাবের এ কর্মকর্তার ভাষ্য, এক পর্যায়ে দুই বোনের জ্ঞান ফিরলে পরিবারের সদস্যদের ঘটনা সম্পর্কে জানান। পরে ভূক্তভোগী দুই বোনের স্বজনরা ঘটনার ব্যাপারে চকরিয়া থানায় অভিযোগ করেন। এতে চিকিৎসা শেষে ধর্ষণের আলামত পাওয়ায় ভূক্তভোগী এক তরুণীর বাবা বাদী হয়ে আবু হাসান মোহাম্মদ ইব্রাহিমকে আসামি করে থানায় মামলা করেন। ঘটনাটি নানা মহলে ব্যাপক আলোচিত হয়।
তিনি আরও বলেন, ধর্ষণ ঘটনার পর থেকে মামলার আসামি গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেন। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছিল। এক পর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় আসামি গাজীপুরের ভবানীপুর এলাকায় অবস্থান করছে খবরে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আসামিকে বুধবার সকালে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
Leave a Reply