মামলায় অভিযুক্তরা হলেন টাঙ্গাইল জেলা সদরের ভালুক কান্দি এলাকার মো. আফসার মোল্লার ছেলে মো. সুরুজমিয়া, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দূর্চাপুর গ্রামের এরশাদ খান ওরফে বাচ্চুমিয়ার ছেলে ইমরান শেখ ওরফে রনি এবং একই গ্রামের মৃত হাবিবুল্লার ছেলে মো. জামাল।
মামলার সূত্রে জানা যায়, গত ১২ মার্চ চায়না লেক পাওয়ার সাপ্লাই বিডি লিঃ নামক কারখানায় থেকে সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ২০০ মডেলের ২১১টি অটোরিক্সার ব্যাটারি বগুড়া জেলার ডিলার আক্তার মেশিনারীজের নিকট পাঠায়। ব্যাটারি পাঠানোর জন্য কোম্পানির মনোনীত পদ্মা ট্রাভেল এজেন্সির ম্যানেজার ইমরান খান রনি পিকআপ ভাড়া করে দেয়। বিকেল ৪টার দিকে ব্যাটারি নিয়ে পিকআপটি রওনা দিলেও যথা সময়ে ব্যাটারিবাহী পিকআপটি গন্তব্যে পৌঁছেনি। এরপর থেকে পিকআপ চালক জামাল এবং পদ্মা ট্রাভেলসের ম্যানেজার রনি মোবাইল বন্ধ করে দেয়।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) কামরুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে চুরি হওয়া ব্যাটারি নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় চুরির সঙ্গে জড়িত দুইজনকে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূইয়া জানান, কোম্পানির অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Leave a Reply