মঙ্গলবার রাতে দক্ষিণ আউচপাড়া চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চার কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রফিকুল বরিশাল জেলার আগৈলঝারা থানার দক্ষিণ চান্দো গ্রামের সফিক মোল্লার ছেলে।
দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান সরবরাহের সময় ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করে থাকে বলে রফিকুল পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে টঙ্গীর চেরাগআলী বাসস্ট্যান্ড এলাকায় ক্রয়-বিক্রয়ের জন্য মাদকের একটি চালান আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন ডিবি পুলিশের এসআই আবুল হাসানসহ একদল পুলিশ রাত ৮টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে রফিকুলকে গ্রেফতার করে। পরে তার কাঁধে ঝুলানো স্কুলব্যাগে তল্লাশি চালিয়ে স্কচটেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর মেট্রোপলিটন ডিবি (অপরাধ দক্ষিণ) পুলিশের এসআই আবুল হাসান বলেন, ঘটনায় পশ্চিম থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে গাজীপুর বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ছাড়া গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply