নিহত রাসেল উপজেলার ঝাউদিয়া গাজীপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। এবং ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রিফাইতপুর-দৌলতপুর সড়কের সোনাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাসেল ও তার দুই বন্ধু মোটরসাইকেল যোগে দৌলতপুরে আসছিল। এ সময় বিপরিত দিক থেকে অপর একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে রাসেল মারা যায়। এবং তার দুইবন্ধু সবুজ (১৫) ও শিশির (১৬) গুরুতর আহত হয়। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান, নিহত রাসেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে নিহতের পিতা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানিয়েছেন।
Leave a Reply