লাদেশ ক্রাইম নিউজ // আজ সোমবার সকালে মেহেন্দিগঞ্জের প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরে সৈয়দুজ্জামান বেপারী সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, নকশালপন্থী সন্ত্রাসীদের হাতে নিহত হয় সৈয়দুজ্জামান বেপারী। ১৯৭৩ সালে মেহেন্দিগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন সৈয়দ বেপারী।
এসময় সাংসদ পংকজ নাথ তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার স্মৃতিচারণ করেন এবং তাকে স্মরণীয় করে রাখতেই সৈয়দুজ্জামান বেপারীর নামে সেতুটির নামকরণ করা হয়েছে বলে জানান তিনি।
পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি এছাহাক খান এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরদার মাহেব হোসেন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, কাদের ফরাজি, মহিউদ্দিন তালুকদার, শেখ শহিদুল ইসলাম, মোস্তফা রাড়ি, সামছুল বারী মনির, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারি খোকন, পৌর কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি নাদিম মাহমুদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ,সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন সোহাগ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও কাউন্সিলর মনির জমদ্দার, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আব্দুল্লাহ দোলন, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply