ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের এমন দাবির কথাটি উঠে আসে। এদিকে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসও জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতেই চীনের কাছে অর্থনৈতিক সহায়তা চেয়েছে রাশিয়া।
এছাড়া এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে সামরিক অভিযানের শুরু থেকেই চীনের কাছে সামরিক সরঞ্জামের জন্য অনুরোধ করে আসছে রাশিয়া। তবে রাশিয়া ঠিক কী ধরনের অস্ত্র বা সরঞ্জাম চেয়েছেন তা স্পষ্ট করেননি ওই কর্মকর্তা। রাশিয়ার অনুরোধের পর চীন তাদেরেকে সহায়তা করতে প্রস্তুত আছে এমন কথাও জানানো হয়েছে প্রতিবেদনে।
Leave a Reply