নিহতরা হলেন জোয়ার করুনা এলাকার মনির হাওলাদারের ছেলে মো. আসলাম (২১) ও একই এলাকার হিরু হাওলাদারের মেয়ে তামান্না আক্তার (১৯)।
স্থানীয়রা জানায়, একবছর আগে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে পরিবারে অমতে বিয়ে করেন আসলাম-তামান্না। বিষয়টি এখন পর্যন্ত পরিবার মেনে নেয়নি। আসলাম তার বাড়িতেই আলাদাভাবে স্ত্রী তামান্নাকে নিয়ে থাকতেন। স্বামী-স্ত্রী বেকার থাকায় তারা অনেক ঋণগ্রস্তও হয়ে পড়েছিলেন।
ঋণের টাকা ফেরত দিতে না পেরে হতাশায় নিজ ঘরে এক দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা।
অন্যদিকে নিহত তামান্নার বাবা হিরু হাওলাদারের দাবি তাদের হত্যা করা হয়েছে। তিনি বলেন, মেয়ে ও জামাইডারে মাইন্না নেলে এতো কিছু হইত না। ওগো মাইরা ফেলা হইছে। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সর্কেল) মেহেদী হাসান। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
Leave a Reply