এ ঘটনার সঙ্গে জড়িত মানিকগঞ্জ জেলার পারভীন আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সাভার ও আশুলিয়ার সীমান্তবর্তী এলাকা আনারকলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এর আগে বুধবার দুপুরে সাভারের থানা রোড এলাকায় একটি সুপারশপের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যায় ওই নারী।
বৃহস্পতিবার চুরি হওয়া শিশুর মা শিলা বেগম বাদী হয়ে সাভার থানায় মামলা দায়ের করে।
উদ্ধার হওয়া শিশু জামেলার মা শিলা বেগম রাজবাড়ী জেলার বাসিন্দা। তিনি তার নানি ও মার সঙ্গে থানা রোড এলাকায় মৃত আরব আলীর বাড়িতে ভাড়া থাকতেন।
জানা গেছে, সাভারের থানা রোড এলাকার একটি সুপারশপের সামনে থেকে জামেলাকে চুরি করে নিয়ে যায় পারভীন। সেখানে থাকা সিসিটিভির ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারে নামে আইনশৃঙ্খলা বাহিনী। সেইসঙ্গে গণমাধ্যমকর্মীরাও শিশুটির খোঁজ করতে থাকে। বৃহস্পতিবার রাত ১টার দিকে স্থানীয় গণমাধ্যমকর্মী আব্দুস সালাম ও রাজিব মাহমুদ সাভারের আনারকলি এলাকায় শিশুটিসহ অপহরণকারী পারভীনের খোঁজ পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করে।
সাভার থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে শিশুটি উদ্ধারে অভিযান পরিচালনা করি। বৃহস্পতিবার রাত ১টার দিকে শিশুটির খোঁজ পাই। পরে তাকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করে বাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply