নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে রাস্তার পাশের ড্রেন থেকে কার্টনে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ওই স্কুলের গেটের সামনের ড্রেনের ময়লা পরিস্কার করছিলো সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা। এ সময় তিনি একটি কার্টনের মধ্যে এক নবজাতকের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, ময়না তদন্তের জন্য নবজাতকের মরদেহটি মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
Leave a Reply