নিজস্ব প্রতিবেদক:: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে টানা দ্বিতীয় দিন চিকিৎসাধীন রোগী মৃত্যুর হার ছিলেন শূন্যের কোটায়। আজ বৃহস্পতিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৬ জন রোগী।
হাসপাতালের পরিচালক কার্যালয় থেকে জানা যায়, গতকাল বুধবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২০ জন রোগী। একই সময়ে নানা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৯ জন রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন কোন রোগী মৃত্যু হয়নি।
এর আগের ২৪ ঘণ্টায়ও রোগী মৃত্যু শূন্যের কোটায় ছিলো করোনা ওয়ার্ডে। এ নিয়ে গত মে মাসের পর ষষ্ঠ দিনের মতো রোগী মৃত্যু শূন্য করোনা ওয়ার্ড। গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলো ২৬ জন রোগী।
এর আগে গত মঙ্গলবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১ জন, সোমবার ১ জন, রবিবার ১ জন, শনিবার ২ জন, শুক্রবার ১ জন এবং গত বৃহস্পতিবার ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত ৭ হাজার ৩শ’ ১০ জন রোগী সেখানে ভর্তি হন। যার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৪শ’ ১২ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply