মোঃ পাপুল সরকার পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামে (৩’অক্টোবর) রোববার সকালে হত্যার উদ্দেশ্যে সাজু মিয়ার উপর হামলা করে ঠান্ডা গংরা, এ ঘটনায় ঠান্ডা মিয়াসহ ৪’জনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পলাশবাড়ী থানা সুত্রে জানা যায়,গত ৫’মে ঠান্ডা মিয়া ও তার বউ লাবনী বেগমসহ ৪’জন ও অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করে সাজু মিয়া, অভিযোগটির তদন্ত চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত ৩’অক্টোবর সকালে ঠান্ডা গংরা হত্যার উদ্দেশ্যে সাজু মিয়ার নিজ বাড়িতে সাজু মিয়াকে হত্যার উদ্দেশ্য অতর্কীত হামলা চালায়, ঠান্ডা গংদের ধারালো অস্ত্রের আঘাতে সাজু মিয়া গুরুতর আহত হয়ে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে হত্যার উদ্দেশ্য সাজু মিয়ার উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেফতারসহ দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছে এলাকা বাসী।
Leave a Reply